বরিশালে লঞ্চ-স্টিমার সংঘর্ষে নিহত ৫
বরিশালের কীর্তনখোলায় লঞ্চ-স্টিমার সংঘর্ষে নিহত ৫ এ নিয়ে অ্যালবাম।
-
বরিশালের কীর্তনখোলা নদীতে যাত্রীবাহী লঞ্চ ও স্টিমারের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৫ জন নিহত হয়েছেন। এসময় অন্তত আরো ১০ জন আহত হয়েছেন।
-
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে নদীর চরবাড়িয়া অংশে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন।
-
সংঘর্ষে বিআইডব্লিইটিসির যাত্রীবাহী স্টিমার পিএস মাহসুদের সামনে ও মাঝের প্যাডেলের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
-
বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান জানান, সুরভী-৭ লঞ্চ বরিশালে যাত্রী নামিয়ে দিয়ে খালি অবস্থায় বেপরোয়া গতিতে ঢাকা যাচ্ছিল।
-
অপরদিকে ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে আসছিল বিআইডব্লিইটিসির যাত্রীবাহী স্টিমার পিএস মাহসুদ।
-
ভোরে কীর্তনখোলা নদীর চরবাড়িয়া অংশ অতিক্রমকালে সুরভী-৭ লঞ্চ বিআইডবিøইটিসির যাত্রীবাহী স্টিমার পিএস মাহসুদকে সজোরে আঘাত করে।
-
বিআইডব্লিইটিসির যাত্রীবাহী স্টিমার পিএস মাহসুদের কেবিন ও ডেকের ৫ যাত্রী নিহত এবং ১০ যাত্রী আহত হন। আটকে পড়া এক যাত্রীর হাত দেখা যাচ্ছে।
-
লঞ্চ দুর্ঘটনায় মারাত্মক আহত এক যাত্রীকে পানি পান করানো হচ্ছে।
-
সুরভী-৭ লঞ্চের ধাক্কায় মাহসুদের সামনে ও মাঝের প্যাডেলের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
-
ঘটনাস্থলে থাকা বরিশাল নৌ-বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শফিকুল ইসলাম জাগো নিউজকে জানান, খবর পেয়ে নৌ-পুলিশ ও ফায়ার সাভির্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়।
-
পিএস মাহসুদ স্টিমার থেকে পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের পরিচয় এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।