অসহায় মানুষের জন্য বিনামূল্যের বাজার
করোনাভাইরাসের কারণে দেশের যোগাযোগ ব্যবস্থা অচল। নিত্যকাজের পেশাজীবী মানুষ কাজ পেয়ে অর্থ কষ্টের মধ্যে আছে। তাই অসহায় এসব মানুষের জন্য মানব সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান বিদ্যানন্দ দেশের বিভিন্ন জেলা থেকে সবজি ট্রাকে সংগ্রহ করে রাজনীর বিভিন্ন স্থানে ঢেলে রাখছে।
-
আজ মগবাজারে চলাচলের রাস্তার পাশে স্বেচ্ছাসেবকরা এভাবেই সবজির স্তুপ সাজিয়ে রেখেছে ফজরের নামাজের সময়।
-
মগবাজার এলাকার নিম্নবিত্ত পরিবারের মানুষগুলো, যারা আত্মসম্মানের জন্য প্রচণ্ড ক্ষুধাতেও খাবারের জন্য লাইনে দাঁড়াতে পারেন না, তারাই চুপিসারে এসে তুলে নিচ্ছেন প্রয়োজনীয় সবজি।
-
প্রায় সবাই প্রয়োজনের চেয়ে বেশি নেন না। অনেকেই বাজারের ব্যাগ নিয়ে আসেন তবে তুলে নেন পরিমিত অংশটুকু। দরকার না হলেও অদূরে স্বেচ্ছাসেবকরা ঠিকই দাঁড়িয়ে থাকে, নির্ঘুম চোখে মানুষকে ব্যাখ্যা করে সহমর্মিতার প্রয়োজনটুকু।
-
বিদ্যানন্দ জানায়, রাস্তাতে সবজি রাখার আগে আমরা জায়গাগুলো পরিস্কার করে নেই।
-
সবজি বেছে নিচ্ছেন এক নারী।