হযরত খান জাহান আলীর মাজার শরীফ
হযরত খান জাহান আলীর মাজার শরীফ নিয়ে এই অ্যালবাম।
-
বাগেরহাটের হযরত খান জাহান আলী (র.) এর মাজার শরীফ। তিনি ছিলেন একজন মুসলিম ধর্ম প্রচারক এবং বাংলাদেশের বাগেরহাটের স্থানীয় শাসক। ছবি : শওকত আলী বাবু।
-
মাজার শরীফের সামনে রয়েছে তার খননকৃত বিশাল দীঘি। এই দীঘি তিনি জিন পরিদের দিয়ে খনন করিয়েছেন বলে প্রচলিত রয়েছে। ছবি : শওকত আলী বাবু।
-
হযরত খানজাহান আলী (র.) ১৩৬৯ সালে দিল্লীতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার মাজার জিয়ারত করতে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য মানুষ জমায়েত হন। ছবি : শওকত আলী বাবু।
-
প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমার সময় খান জাহান আলীর মাজারে ওরস অনুষ্ঠিত হয় এবং লক্ষাধিক লোক তাতে সমবেত হয়। ছবি : শওকত আলী বাবু।
-
হযরত খান জাহান আলীর মাজারের সামনের দীঘিতে এখনও কুমির রয়েছে। এখানে আগত দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ হচ্ছে এই কুমির। ছবি : শওকত আলী বাবু। ছবি : শওকত আলী বাবু।
-
মাজার পরিদর্শন করতে আশা মানুষের ভিড়। ছবি : শওকত আলী বাবু।
-
মানুষের মনের বাসনা পূরণ, রোগ মুক্তিসহ বিভিন্ন প্রত্যাশা নিয়ে এখানে প্রতিদিন মাজার জিয়ারত করতে আসেন অগনন মানুষ। ছবি : শওকত আলী বাবু।
-
হযরত খান জাহান আলীর পিতার নাম আকবর খাঁ এবং মাতার নাম আম্বিয়া বিবি। ধারণা করা হয় তার পুর্বপুরুষগণ তুরষ্কের অধিবাসী ছিলেন। ছবি : শওকত আলী বাবু।
-
দীঘির পানিতে ভাসমান কুমির স্পর্শ করছেন কৌতূহলী দর্শনার্থীরা। ছবি : শওকত আলী বাবু।