দেশের প্রথম লিফটযুক্ত বিলাস বহুল লঞ্চ
দেশে প্রথম চালু হচ্ছে লিফটযুক্ত বিলাস বহুল লঞ্চ এই নিয়ে অ্যালবাম সাজানো হয়েছে।
-
দেশে প্রথমবারের মতো লিফটযুক্ত অত্যাধুনিক বিলাস বহুল সুন্দরবন-১০ লঞ্চ চালু হচ্ছে।আসছে ২৫ জুন এ লঞ্চটি ঢাকা-বরিশাল নদী পথে যাত্রী পরিবহন শুরু করবে।এদিন সদরঘাট থেকে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
-
বরিশাল-ঢাকা নদী পথে যাত্রীদের যাত্রা আরো আরামদায়ক করতে দেশের অন্যতম নৌযান প্রস্তুতকারী প্রতিষ্ঠান সুন্দরবন নেভিগেশন কোম্পানি সমুদ্রগামী বড় জাহাজের আদলে তৈরি করেছে এ লঞ্চটি।
-
চলাফেরায় অক্ষম শারীরিক প্রতিবন্ধীদের সুবিধার জন্য প্রায় ৪ তলা এ লঞ্চটিতে থাকছে লিফটের ব্যবস্থা। এ ছাড়া যাত্রীদের আকৃষ্ট করতে প্লে-গ্রাউন্ড, ফুড কোড এড়িয়া এবং ওয়াইফাই সুবিধাসহ রাখা হচ্ছে বিভিন্ন বিনোদনের ব্যবস্থা।
-
দেশের সবচেয়ে বেশি যাত্রী ধারণক্ষমতা সম্পন্ন ও আকারে বড় অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর বিলাসবহুল এই লঞ্চটি বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরে বেলতলা ফেরিঘাট এলাকায় সুন্দরবন নেভিগেশন ডক ইয়ার্ডে নির্মাণ করা হয়েছে।
-
দেশি ও বিদেশি প্রযুক্তি নির্ভর এই লঞ্চটি যাত্রী সেবার জন্য এখন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
-
এরই মধ্যে সুন্দরবন-১০ লঞ্চের নির্মাণ কাজ শেষ হয়েছে। এবারের ঈদে বরিশালগামী যাত্রীরা এ লঞ্চে আনন্দদায়ক ভ্রমণ করতে পারবেন।
-
৩৩২ ফুট দৈর্ঘ্য এ লঞ্চের প্রস্থ ৫২ ফুট। এর লোয়ার ডেক, আপার ডেক ও দু’শতাধিক প্রথম শ্রেণির কক্ষ (কেবিন) ছাড়াও ১৫টি ভিআইপি কক্ষে অনুমোদিত যাত্রী ধারণক্ষমতা ১ হাজার ৪০০ জন।