ভ্রমণপ্রেমীদের জন্য শব্দহীন ও জ্বালানি দূষণমুক্ত নৌযান ‘আয়রন’
ভ্রমণপ্রেমীদের জন্য আনন্দ সংবাদ হচ্ছে নদী পথে সব আধুনিক সুযোগ সুবিধা নিয়ে যাত্রা শুরু করেছে নৌযান ‘আয়রন’। এটি দেশের প্রথম শব্দহীন তেল ও জ্বালানি দূষণমুক্ত নৌযান। জেনে নিন এই নৌযানে ভ্রমণের বিভিন্ন বিষয় সম্পর্কে।
-
ফ্রান্সের বিখ্যাত ‘নেভিক্যুলাস’ কোম্পানির আন্তর্জাতিকমানের ডিজাইনে নির্মীত নৌযান ‘আয়রন’।
-
শব্দহীন, তেল ও জ্বালানী দূষণমুক্ত এ নৌযানে শীতলক্ষ্যা নদীতে আপনি পরিবার ও বন্ধুদের সাথে নিয়ে ভ্রমণ করে আসুন।
-
সোলার ক্যাটামিরান নৌযান ‘আয়রন’-এর সব কেবিনে রয়েছে এটাচড বাথরুম।
-
নৌযান ‘আয়রন’ যাত্রা শুরুর স্থান: কাঞ্চন ব্রিজ, পূর্বাচল।
-
শীতলক্ষ্যা নদীতে ‘সাইলেন্ট রিভার ক্রুজ বা নীরব নদী ভ্রমণ’ এরই মধ্যে ভ্রমণপ্রেমীদের কাছে দারুণ জনপ্রিয়তা লাভ করেছে।
-
বাংলাদেশে এই প্রথম যাত্রা শুরু করেছে সোলার ক্যাটামিরান নৌযান ‘আয়রন’।
-
নিচতলার ওয়াকওয়ে। দুইপাশে ৬টা কেবিন। এ নৌযানে রয়েছে রেগুলার কেবিন।
-
এটি সব ধরনের তেল ও শব্দ দুষণ মুক্ত নৌযান।
-
নিরব পরিবেশে প্রাকৃতিক দৃশ্য দেখার সুযোগ পাওয়া যাবে এ নৌযানে।
-
সামনের অংশে ভিআইপি কেবিন। ‘আয়রন’-এ ভ্রমণে দুটি প্যাকেজ রয়েছে। প্রথম প্যাকেজ অর্ধদিবসের। এর সময়সূচি সকাল ৯টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা। দ্বিতীয় প্যাকেজ হচ্ছে পূর্ণদিবসের। এর সময়সূচি সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
-
শীতলক্ষ্যার বুকে ভাসছে ‘আয়রন’। এতে ভ্রমণে বুকিং এর জন্য যোগাযোগ করুন: ইকো মেরিন, ই-মেইল: [email protected]; [email protected]
-
গোধূলি আলোয় সোলার ক্যাটামিরান- ‘আয়রন’।