চোখজুড়ানো ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ
ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ। এটি বাগেরহাট জেলায় অবস্থিত। মসজিদটি দেখতে প্রতিদিন দেশ-বিদেশের অনেক পর্যটক ছুটে আসেন।
-
বাংলাদেশে যতগুলো মসজিদ প্রাচীন ঐতিহ্যমণ্ডিত ও নান্দনিক স্থাপত্যকলার জন্য অনন্য হয়ে আছে, বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ তার অন্যতম। এ মসজিদের ছবি ক্যামেরাবন্দি করেছেন বাগেরহাট প্রতিনিধি শওকত আলী বাবু।
-
ষাট গম্বুজ মসজিদের পাশেই রয়েছে বাগেরহাট জাদুঘর। এ জাদুঘরে হযরত খান জাহান আলীর সব ধরনের স্মৃতি প্রদর্শিত হচ্ছে। বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক এ জাদুঘরটি পরিচালিত হচ্ছে। ছবি : শওকত আলী বাবু।
-
ষাট গম্বুজ মসজিদে বাগেরহাট অঞ্চলের সবচেয়ে বড় জুমার নামাজ ও দুই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ছবি : শওকত আলী বাবু।
-
হযরত খানজাহান (র.) কর্তৃক নির্মিত পাঁচ শতাব্দীরও অধিক কালের পুরাতন বিশালায়তন এ মসজিদটি তার দরগাহ হতে প্রায় দেড় কিলোমিটার পশ্চিমে অবস্থিত। ছবি : শওকত আলী বাবু।
-
লাল পোড়া মাটির উপর লতাপাতার অলংকরণে মধ্যযুগীয় স্থাপত্য শিল্পে এ মসজিদ এক বিশেষ স্থান অধিকার করে আছে। ছবি : শওকত আলী বাবু।
-
দেশের বিভিন্ন জেলা থেকেও এই মসজিদে অনেক মুসল্লীরা নামাজ আদায় করতে আসেন। মসজিদের ভেতরে সব নামাজীদের স্থান না হওয়ায় মসজিদের মাঠে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়ে থাকে। ছবি : শওকত আলী বাবু।