পথশিশুদের এক টাকায় খাবার দিলেন গায়ক নোবেল
প্রকাশিত: ০১:৩৭ পিএম, ২১ নভেম্বর ২০১৯
আপডেট: ০২:০৩ পিএম, ২১ নভেম্বর ২০১৯
জি-বাংলা সারেগামাপা খ্যাত গায়ক নোবেল পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেছেন। এ সময় শিশুদের সঙ্গে হাসি আনন্দেও মেতে ওঠেন তিনি।
-
প্রখ্যাত গায়ক নোবেল সারাদিনের ব্যস্ততা ফেলে পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেছেন।
-
বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজনে ‘এক টাকায় আহার’ কার্যক্রমে পথশিশুদের মাঝে খাবার পরিবেশন করা হয়।
-
নোবেলের হাতে খাবারের প্যাকেট।
-
নোবেলের হাতে খাবারের প্যাকেট।
-
সারিবদ্ধ হয়ে নোবেলের হাত থেকে খাবার নিচ্ছে পথশিশুরা।
-
এ ধরনের কার্যক্রমে অংশ নিতে পেরে আনন্দিত নোবেল।
-
এক টাকায় আহার কার্যক্রমে নোবেলকে পেয়ে উচ্ছ্বসিত পথশিশুরা।
-
খাবার প্যাকেট করছেন নোবেল।
-
উত্তপ্ত রান্নাঘরে পথশিশুদের জন্য নোবেল খাবার প্যাকেট করে চলছেন।
-
পথশিশুদের জন্য এ ধরনের কার্যক্রমকে উৎসাহিত করতে নোবেল এক টাকায় আহার কার্যক্রমে অংশ নিয়েছেন।