রাজধানীতে খোলা আকাশের নিচে সেহরি
রাজধানীতে খোলা আকাশের নিচে সেহরির দৃশ্য নিয়ে এই অ্যালবাম।
-
পুরান ঢাকার আলাউদ্দিন রোডে হাজী বিরিয়ানির গলিতে খোলা আকাশের নিচে চলছে সেহরির আয়োজন। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
রমজান মাসে পুরান ঢাকাবাসীর জন্য সেহরির বিশেষ আয়োজন করেছে হোটেলগুলো। হোটেলের বাইরে খোলা আকাশের নিচে টেবিল-চেয়ার বসিয়ে করা হয়েছে সেহরির আয়োজন। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
রাত ২টার পর থেকে শুরু হয় সেহরির আয়োজন। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
প্রতিবছরের মতো এবারো নাজিরা বাজারের তারাবাত ও আল-মদিনা হোটেল খোলা আকাশের নিচে সেহরির ব্যবস্থা রয়েছে। সেহরির সময় অতিরিক্ত চাপ সামলাতেই এই ব্যবস্থা করা হয়েছে বলে জানান হোটেল কর্তৃপক্ষ। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
সেহরির মেন্যুতে রয়েছে পরাটা, নানরুটি, সবজি, বুন্দিয়া, ডিম ভাজা, সাদা ভাত, ডাল, গরুর মাংসের রেজালা, মুরগীর রোস্ট-রেজালা, গরুর বট ইত্যাদি। ছবি : বিপ্লব দিক্ষিৎ।