পুরোদমে এগিয়ে চলছে মেট্রোরেলের নির্মাণ
ঢাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন মোট্রোরেলের নির্মাণ কাজ দ্রুত গতিকে এগিয়ে চলছে। আশা করা হচ্ছে ২০২১ সালের ডিসেম্বরে মেট্রোরেল চালু হবে।
-
মেট্রোরেলের নিরাপত্তার জন্য বিশেষায়িত আলাদা পুলিশ ইউনিট গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মেট্রোরেল প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে এক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
প্রধানমন্ত্রী বলেন, সময় বেশি নেই, এখনই এ নিয়ে কাজ শুরু করতে হবে। মেট্রোরেলের নিরাপত্তার জন্য বিশেষায়িত আলাদা পুলিশ ইউনিট গঠন করতে হবে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
সারাবিশ্বে মেট্রোরেলের জন্য আলাদা নিরাপত্তা ইউনিট থাকার কথা।এ সময় মেট্রোরেলের জন্য আলাদা পুলিশ ইউনিট গঠনের কাজ এখন থেকেই শুরু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় উপস্থিত জাতীয় নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান মিয়াকে মেট্রোরেল পুলিশ ইউনিট গঠনের বিষয়টি দেখতে বলেন। সভায় মেট্রোরেলের অগ্রগতি বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এমএএন সিদ্দিক। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
মেট্রোরেলের নির্মাণকাজ কর্মপরিকল্পনা অনুযায়ী পুরোদমে এগিয়ে চলছে। ইতোমধ্যে এমআরটি (ম্যাস র্যাপিড ট্রানজিট) লাইন-৬ এর ৩০ দশমিক ৫ শতাংশ কাজের অগ্রগতি হয়েছে। ২০২১ সালের ডিসেম্বরে মেট্রোরেল বাণিজ্যিক অপারেশনে যাবে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
মেট্রোরেল নির্মাণ হলে রাজধানীবাসী বিভিন্ন স্থানে দ্রুত যেতে পারবেন। তাদের সময় বাঁচবে। সেই সাথে যানজট কমবে। ছবি: বিপ্লব দিক্ষিৎ