ফুটপাতে ইফতারির সমাহার
ঢাকার বিভিন্ন ফুটপাতের ছবি নিয়ে এই অ্যালবাম।
-
রাজধানীর নিম্ন আয়ের মানুষের ভরসা ফুটপাতের ইফতার। সীমিত সাধ্যের মধ্যেই এসব দোকান থেকে সবাই মুখরোচক ইফতারি কিনে থাকেন। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে ছবি তুলেছেন বিপ্লব দিক্ষিৎ।
-
রাজধানীর নামী-দামি রেস্তোরাঁ ও ফাস্ট ফুডের দোকানে নিন্ম আয়ের মানুষ ইফতারি কিনতে যেতে পারেন না। তাই তাদের একমাত্র ভরসা ফুটপাতের ইফতারির অস্থায়ী দোকান। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
পবিত্র মাহে রমজানকে ঘিরে রোজ ফুটপাতের দোকানগুলোতেও থাকছে নানা আয়োজন। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
অল্প টাকায় সবার চাহিদা মেটাতে সক্ষম হওয়ায় এবার ফুটপাতের এসব ইফতারির বাজারে ভিড় বেড়েছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
ইফতারির ঠান্ডা শরবত তৈরির জন্য বরফ বিক্রি করছে শিশুরা। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
শরবত তৈরির জন্য বরফের ব্যাপক চাহিদা রয়েছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
প্রতি রমজানে পেঁপে ও ভাঙি বিক্রির শীর্ষে থাকে। এবারে এর ব্যত্তয় ঘটছে না। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
প্রতিদিনই ইফতারের আগে এসব দোকানে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় দেখা যাবে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
এসব দোকান থেকে তুলনামূলক কম দামে ক্রেতার তাদের পছন্দের ফল কিনতে পেরে খুবই খুশি। ছবি : বিপ্লব দিক্ষিৎ।