অবসরে ঘুরে আসতে পারেন চোখজুড়ানো গ্রাম অন্তেহরী

প্রকাশিত: ০১:৪১ পিএম, ৩০ আগস্ট ২০১৯ আপডেট: ০১:৪১ পিএম, ৩০ আগস্ট ২০১৯

প্রকৃতি দুই হাতে তার অপার রূপ মাধুরী বিলিয়ে সাজিয়েছে সিলেট বিভাগের প্রতিটি জেলা-উপজেলাকে। এখানে আছে পাহাড়-নদী, নানা জাতের বৃক্ষরাজী, আছে জলাবন। তেমনি একটি এলাকা মৌলভীবাজারের রাজনগর উপজেলার অন্তেহরী গ্রাম। পর্যটকদের কাছে এটা এখনো রয়ে গেছে প্রচারের বাইরে। এই গ্রাম উপজেলার কাওয়াদীঘী হাওড় সংলগ্ন জলের গ্রাম অন্তেহরী। অন্তেহরী গ্রামে ঘুরে ছবি তুলেছেন মিরানা আক্তার সুমি। ছবির গল্প লিখেছেন রিপন দে।