কমলাপুর রেল স্টেশনে ঈদের টিকিট প্রত্যাশী মানুষের ভিড়
ঈদের অগ্রিম টিকিট বিক্রির শিডিউল অনুযায়ী আজ বিক্রি হচ্ছে আগামী ১০ আগস্টের টিকিট। টিকিট বিক্রি শুরু হয়েছে সকাল ৯টায়।
-
টিকিট সংগ্রহের জন্য কমলাপুর রেল স্টেশনে টিকিটপ্রত্যাশীরা কাউন্টারের সামনে অবস্থান করছেন গতরাত থেকেই। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
কাউন্টারের সামনে থেকে লাইন চলে গেছে স্টেশনের বাইরের রাস্তা পর্যন্ত। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
তবে দীর্ঘসময় লাইনে দাঁড়িয়েও কাঙ্ক্ষিত এসি টিকিট না পাওয়ার অভিযোগ জানিয়েছেন টিকিটপ্রত্যাশীরা। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
প্রত্যাশিত টিকিট পেয়ে আনন্দিত ঈদের বাড়ি ফিরতে যাওয়া এক যাত্রী। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
সকাল ৯টা থেকে কমলাপুর রেল স্টেশন, বিমানবন্দ, বনানী, তেজগাঁও এবং ফুলবাড়িয়া স্টেশন থেকে ১০ আগস্টের টিকিট বিক্রি করা হচ্ছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
শিশু সন্তানকে নিয়ে টিকিট কাটতে এসেছিলেন এই নারী। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ঢাকার এই ৫টি স্থান থেকে আজ ২৭ হাজার ৮৮৫টি অগ্রিম টিকিট বিক্রি করবে রেলওয়ে। এর মধ্যে ১৩ হাজার ৯৪৩টি টিকিট বিক্রি হবে কাউন্টারে। বাকি ১৩ হাজার ৯৪২ টিকিট বিক্রি হবে অনলাইন ও রেল সেবা অ্যাপের মাধ্যমে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
টিকিট বিক্রির শুরু পর থেকেই এসি টিকিট না পাওয়ার অভিযোগ জানিয়ে আসছেন অনেকে। রাজশাহীগামী সিল্কসিটি ট্রেনের এসি টিকিটের জন্য গতরাত থেকে নির্ধারিত কাউন্টারের সামনে অপেক্ষা করছিলেন বেসরকারি চাকরিজীবী ওমর ফারুক। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
টিকিট দেখাচ্ছেন ঈদে বাড়ি ফিরতে চাওয়া এক যাত্রী। ছবি: বিপ্লব দিক্ষিৎ