হলি আর্টিসানে হামলার তিন বছর উপলক্ষে নিহতদের স্মরণে ফুলেল শ্রদ্ধা
সোমবার (১ জুলাই) গুলশানের হলি আর্টিসানে হামলার তিন বছর উপলক্ষে নিহতদের স্মরণে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
-
হলি আর্টিসানে হামলার তিন বছর উপলক্ষে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জঙ্গিবাদ বৈশ্বিক সমস্যা উল্লেখ করে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, বিশ্বব্যাপী জঙ্গিবাদ কার্যকর রয়েছে। বিশ্বব্যাপী জঙ্গিবাদ নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত সকলকে সতর্ক থাকতে হবে। ছবি: মাহবুব আলম
-
হলি আর্টিসানে হামলার তিন বছর উপলক্ষে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জঙ্গিবাদ বৈশ্বিক সমস্যা উল্লেখ করে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, বিশ্বব্যাপী জঙ্গিবাদ কার্যকর রয়েছে। বিশ্বব্যাপী জঙ্গিবাদ নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত সকলকে সতর্ক থাকতে হবে। ছবি: মাহবুব আলম
-
নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন বিদেশিরা। ছবি: মাহবুব আলম
-
হলি আর্টিসানে হামলায় নিহতদের গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়। ছবি: মাহবুব আলম
-
ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে হলি আর্টিসানে হামলায় নিহতদেরকে। ছবি: মাহবুব আলম
-
এক নারী তার নিহত সজনের ছবি নিয়ে কাঁদছেন। ছবি: মাহবুব আলম
-
হলি আর্টিসানের মাঠে নিহতদের স্মরণ করতে এসেছেন বিদেশিরা। ছবি: মাহবুব আলম
-
নিহদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বেনজীর আহমেদ বলেন, ‘শুধুমাত্র ২০১৮ সালেই ইউরোপজুড়ে ১২৯টি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এ থেকে বোঝা যায়, জঙ্গিরা বৈশ্বিকভাবে নিশ্চিহ্ন হয়নি। বিশ্বব্যাপী জঙ্গিবাদ নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত দেশবাসীকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।’ ছবি: মাহবুব আলম