সেই নাঈমকে বিনা ভাড়ার ঘর দিলো পুলিশ
রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনার সময় ফায়ার সার্ভিসের ছিদ্র পানির পাইপ চেপে ধরা শিশু নাইমের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেই নাঈমকে এবার পুরস্কার হিসেবে পুলিশের পক্ষ থেকে বিনা ভাড়ায় একটি ঘর দেয়া হয়েছে।
-
নাঈমকে বিনা ভাড়ায় ঘর দেয়ার ছবি পুলিশের গুলশান বিভাগের ডেপুটি কমিশনার মোশতাক আহমেদ তার ফেসবুকে পোস্ট করেন। আনুষ্ঠানিকভাবে নাঈমকে এ ঘর বুঝিয়ে দেয়া হয়।
-
ঘরের তালা খুলছে নাইম। ছবি পোস্ট করে মোশতাক আহমেদ ফেসবুকে লেখেন, ‘বনানী এফআর টাওয়ারে আগুন নেভানোর ক্ষেত্রে ছোট্ট নাঈম অবিস্মরণীয় ভূমিকা রেখেছিল। অথচ তার পরিবারে থাকার সুনির্দিষ্ট জায়গা ছিল না। গুলশান বিভাগের বনানী থানা আজ কড়াইলে তার পরিবারকে বিনা ভাড়ায় একটি ঘরের ব্যবস্থা করে দিল। নাঈমের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।’
-
নাঈমকে ঘর বুঝিয়ে দেয়ার সময় উপস্থিত ছিলেন পুলিশের গুলশান বিভাগের ডেপুটি কমিশনার মোশতাক আহমেদ।
-
শিশু নাঈমের ভাইরাল হওয়া সেই ছবি।
-
বিনা ভাড়ায় ঘর পেয়ে ভীষণ আনন্দিত নাঈম ও তার পরিবার।