স্বপ্নের পদ্মা সেতুর নজরকাড়া দৃশ্য
শুধু দেশের দক্ষিণাঞ্চলের মানুষের কাছে নয় গোটা বাংলাদেশের মানুষের কাছে পদ্মা সেতু স্বপ্ন জয়ের উপাখ্যানের নাম। দেখুন চিত্রগ্রাহক রবিউল ইসলাম পলাশের ক্যামেরায় পদ্মা সেতুর নজরকাড়া ছবি।
-
বাস্তবে রূপ নিতে যাচ্ছে বহুল প্রত্যাশিত পদ্মা সেতু। বিশাল জল রাশির মাঝে দাঁড়িয়ে আছে পদ্মা সেতু, এ দৃশ্য দেখে নিমেষেই চোখ জুড়িয়ে যায়। ছবি: রবিউল ইসলাম পলাশ
-
ক্রমেই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে পদ্মা সেতুর দৈর্ঘ্য। ছবি: রবিউল ইসলাম পলাশ
-
এরই মধ্যে পদ্মা বহুমুখী সেতুতে বসানো হয়েছে দশম স্প্যান। ছবি: রবিউল ইসলাম পলাশ
-
দূর থেকে পদ্মা সেতুর দৃশ্য ধারণ। ছবি: রবিউল ইসলাম পলাশ
-
দিন-রাত সমান তালে পদ্মা সেতুর নির্মাণ কাজ এগিয়ে চলছে। ছবি: রবিউল ইসলাম পলাশ
-
শেষ বিকেলের আলোয় পদ্মা সেতুর চোখজুড়ানো ছবি। ছবি: রবিউল ইসলাম পলাশ
-
পুরো সেতুতে মোট পিলারের সংখ্যা ৪২টি। এতে স্প্যান বসবে ৪১টি। একটি থেকে আরেকটি পিলারের দূরত্ব ১৫০ মিটার। ছবি: রবিউল ইসলাম পলাশ