শিশু বায়েজিদ ৪ বছরেই বৃদ্ধ
৪ বছরেই বৃদ্ধ হয়ে গেছে বায়েজিদ। তাকে নিয়ে এই অ্যালবাম।
-
মাগুরার খালিয়া গ্রামের তৃপ্তি খাতুন ও লাভলু শিকদারের চার বছরের শিশু বায়েজিদকে দেখতে ৮০ বছরের বৃদ্ধর মত। ছবি : আরাফাত হোসেন।
-
বায়েজিদের বাবা লাবলু শিকদার জাগো নিউজকে জানান, অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েও কোনো ফল পাওয়া যায়নি। রোগের কারণ অনুসন্ধান করতে পারেনি স্থানীয় চিকিৎসকরা। ছবি : আরাফাত হোসেন।
-
বাবার কোলে শিশু বায়েজিদ। ছবি : আরাফাত হোসেন।
-
লাবলু শিকদার পেশায় কৃষক হওয়ায় তার আদরের ধনকে বড় কোনো হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করাতে পারেননি। তিনি শিশুটির চিকিৎসার জন্য সরকার ও সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা কামনা করেছেন। ছবি : আরাফাত হোসেন।
-
শিশু বায়েজিদের মা তৃপ্তি খাতুন বলেন, স্বাভাবিকভাবে শিশুরা ১০ মাসে হাঁটা শিখলেও বায়েজিদ সাড়ে তিন বছরে হাঁটতে শিখেছে। আবার তিন মাস বয়সে তার সব দাঁত উঠে গেছে। ছবি : আরাফাত হোসেন।
-
বায়েজিদের বন্ধুরা জানায়, সে লেখাধুলা করতে পারে না। বেশির ভাগ সময়ই বাড়িতে থাকে। মাঝে মধ্যে মাঠে আসলেও শুধু দাঁড়িয়ে থেকে খেলা দেখে। ছবি : আরাফাত হোসেন।