শহীদ মিনারে নূরজাহানকে শ্রদ্ধা নিবেদন
শ্রদ্ধা জানাতে নূরজাহানের মরদেহ শহীদ মিনারে।
-
সব শ্রেণি-পেশার মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য নূরজাহান বেগমের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়েছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
আজ (২৩ মে) বেলা ৩ টা ২৫ মিনিটে নূরজাহান বেগমের মরদেহ শহীদ মিনারে নেয়া হয়। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ১ ঘণ্টা সময় দেয়া হয়। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
শ্রদ্ধা নিবেদন শেষে বাদ মাগরিব গুলশান-১ জামে মসজিদ অনুষ্ঠিত হবে ২য় জানাজা। এরপর রাতেই তাকে মিরপুরস্থ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফনের কথা রয়েছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী সোমবার বাদ জোহর দুপুর আড়াইটায় তার নারিন্দার বাসভবনে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
উল্লেখ্য, আজ সকাল ৯টা ৪৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে নূরজাহান বেগম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
নূরজাহান বেগমকে শ্রদ্ধা জানাতে এসে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। ছবি : বিপ্লব দিক্ষিৎ।