আজিমপুর কবরস্থানের আশপাশ ভিক্ষুকদের দখলে
শবে বরাতকে উপলক্ষ করে রাজধানীর আজিমপুর কবরস্থানের আশপাশ ভিক্ষুকদের দখলে।
-
পবিত্র শবে বরাতকে উপলক্ষ করে রাজধানীর আজিমপুর কবরস্থানের আশপাশ ভিক্ষুকদের দখলে রয়েছে। ছবি : মনিরুজ্জামান উজ্জ্বল।
-
প্রতি বছর শবে বরাতকে কেন্দ্র করে এসব ভিক্ষুকরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আজিমপুর কবরস্থানে এসে সমবেত হয়। এবছরেও তার ব্যত্তয় ঘটেনি। ছবি : মনিরুজ্জামান উজ্জ্বল।
-
ভিক্ষুকরা আজিমপুর আসার কারণ হচ্ছে, শবে বরাতের সময়ে এখানে অনেক মানুষ কবর জিয়ারত করতে আসেন এবং তারা প্রচুর দান খয়রাত করেন। ছবি : মনিরুজ্জামান উজ্জ্বল।
-
ভিক্ষা পাবার আশায় আজিমপুরের কবরস্থানের ফুটপাথে বসে আছেন। ছবি : মনিরুজ্জামান উজ্জ্বল।
-
ময়মনসিংহ, কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে এসব ভিক্ষুকরা আজিমপুরে এসে জড়ো হন। ছবি : মনিরুজ্জামান উজ্জ্বল।
-
ময়মনসিংহ থেকে এসেছেন বিকলাঙ্গ বৃদ্ধ সৈয়দ আলী। বয়স ৬০ ছুঁই ছুঁই করছে। আজিমপুর কবরস্থানের অদূরে রাস্তায় মাথায় সাদা টুপি ও উদাম শরীরে বস্তার ওপর মাথা রেখে দুই পা ও এক হাত ওপরে তুলে অদ্ভুত ভঙ্গিতে শুয়ে ভিক্ষা চাইছিল। ছবি : মনিরুজ্জামান উজ্জ্বল।
-
বিকলাঙ্গ বৃদ্ধ সৈয়দ আলী বার বার বলছিল, ‘আইজ পবিত্র শবে বরাতের দিন। এই গরিব বিকলাঙ্গ মানুষটাকে এক টাকা দিলে ৮০ টাকার সওয়াব পাইবেন।’ ছবি : মনিরুজ্জামান উজ্জ্বল।
-
বেয়ারিংয়ে গাড়িতে এই ভিক্ষুক ভিক্ষা চাইছেন। ছবি : মনিরুজ্জামান উজ্জ্বল।
-
দান খয়রাত পাবার আশায় আজিমপুর কবরস্থানের গেটে ভিক্ষুকরা বসে আছে। ছবি : মনিরুজ্জামান উজ্জ্বল।