চট্টগ্রামে রোয়ানুর তাণ্ডব
চট্টগ্রামের রোয়ানুর তাণ্ডব নিয়ে এই অ্যালবাম।
-
গতকালের রোয়ানুর তাণ্ডবে লন্ডভন্ড হয়েছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা। আজ সকালে চট্টগ্রামের টাইগারপাস এলাকা থেকে এ দৃশ্য কামেরাবন্দি করেছেন আলোকচিত্রী বিপ্লব দিক্ষিৎ।
-
চট্টগ্রামের উপকূলজুড়ে রোয়ানুর আঘাত। এখানকার মানুষ আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
জলোচ্ছ্বসের সঙ্গে সাগরের বোটগুলো মানুষের ঘর-বাড়ির উপরে আছড়ে পড়েছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
রোয়ানুর তাণ্ডবে নিজেদের আশ্রয়টুকু হারিয়েছে এই শিশুরা। ঝড়ের পরে বাড়ি ফিরে দেখছে তাদের চিরচেনা দৃশ্যটি আর নেই। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
রোয়ানুর প্রচণ্ড আঘাতে চট্টগ্রাম অঞ্চলের গাছপালার ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
গাছপালা ভেঙ্গে সড়কের উপরে পড়ায় মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।