বিদেশি ক্যাপসিক্যাম দেশে চাষ করে কৃষকের ভাগ্য বদল
সবজি চাষে অপার সম্ভাবনা রয়েছে ভোলার চরঞ্চলগুলোতে। আর এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে ভোলার চরাঞ্চলগুলোতে বিদেশি সবজি ক্যাপসিক্যাম চাষ করে নিজেদের ভাগ্য পরিবর্তন করছেন কৃষকরা।
-
গত কয়েক বছর ধরে ক্যাপসিক্যাম চাষ করে অধিক লাভবান হচ্ছেন কৃষকরা। অল্প সময়ে অধিক লাভ হওয়ায় বিদেশি এই সবজি চাষের প্রতি দিন চরের চাষীদের আগ্রহ বেড়েই চলছে। ছবি: জুয়েল সাহা বিকাশ
-
তবে সরকারিভাবে বিশেষ কোন উদ্যোগ না থাকায় ভোলার চরাঞ্চলোগুলোতে ক্যাপসিক্যাম চাষের বিপ্লব ঘটনাতে পারছেন না চাষিরা। ছবি: জুয়েল সাহা বিকাশ
-
নিজেদের খেতের ক্যাপসিকাম হাতে নিয়ে দেখাচ্ছেন দুই কৃষক। ছবি: জুয়েল সাহা বিকাশ
-
ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর মাঝে জেগে ওঠা চরাঞ্চলগুলো ধান, সয়াবিনের পাশাপাশি লাউ, শসা, কড়লা চিচিংগাসহ বিভিন্ন সবজি চাষ করে লাভবান হচ্ছিল চাষিরা। ছবি: জুয়েল সাহা বিকাশ
-
ক্যাপসিকাম বাজারজাত করার জন্য বস্তাবন্দি করছেন চাষিরা। ছবি: জুয়েল সাহা বিকাশ