দুর্লভ ঐতিহাসিক ছবিতে ফিরে দেখা বাংলাদেশ
বাংলাদেশের আজকে অবস্থানে আসার পেছনে রয়েছে অনেক ঐতিহাকি প্রেক্ষাপট। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭১ সালের সুমহান মুক্তিযুদ্ধ এবং ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন। ছবিতে জেনে নিন কয়েকটি ঐতিহাসিক ঘটনা।
-
মহান ভাষা আন্দোলন: ১৯৫২ সালের মহান ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে শহীদদের খবর প্রকাশিত হয় পত্রিকায়। এ ছবিটি তুলেছিলেন রফিকুল হক।
-
ঐতিহাসিক একুশের প্রভাতফেরি: ১৯৫৩ সালে একুশের প্রথম প্রভাতফেরি। সেখানে নারীদের সাহসী পদচারণার ছবিটিও তুলেছিলেন রফিকুল হক।
-
১৯৬৬ সালের ছাত্র আন্দোলন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে ১৯৬৬ সালের ছাত্র আন্দোলনের ছবিটি তুলেছিলেন আজমল হক।
-
১৯৬৯ সালের প্রভাতফেরি: ১৯৬৯ সালের মহান ২১শে ফেব্রুয়ারির প্রভাতফেরির ছবিটি তুলেছিলেন এনামুল হক।
-
১৯৬৯ সালের গণঅভ্যুত্থান: ১৯৬৯ সালের জানুয়ারিতে পল্টন ময়দানে বক্তব্য রাখছেন তৎকালীন ছাত্রনেতা তোফায়েল আহমেদ। ছবিটি তুলেছিলেন বিখ্যাত ফটোগ্রাফার রশীদ তালুকদার।
-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ঐতিহাসিক উচ্চারণ: ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম’। ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের সময় বঙ্গবন্ধুর এ ছবিটি তুলেছিলেন মোহাম্মদ আলম।
-
মুক্তিযুদ্ধে আদিবাসীরা: ছবিটি ১৯৭১ সালে রেসকোর্স ময়দানে তোলা। তীর, ধনুক হাতে সেদিন উপস্থিত হয়েছিলেন আদিবাসীরাও। ছবিটি তুলেছিলেন মোহাম্মদ আলম।
-
প্রতিবাদী শিল্পীরা: পশ্চিম পাকিস্তানীদের শোষনের বিরুদ্ধে সোচ্চার শিল্পী সমাজ। ১৯৭১ সালের ২৪ মার্চ ছবিটি তুলেছিলেন রশীদ তালুকদার।
-
পত্রিকায় ২৫ মার্চ: ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সেনাবাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নাম দিয়ে নিরস্ত্র বাঙালির ওপর যে বর্বরোচিত হামলা চালিয়েছিল সেই তথ্য।
-
অস্ত্র সমর্পণ: ১৯৭২ সালের ২৪ জানুয়ারির ছবি এটি। ঢাকা স্টেডিয়ামে অস্ত্র সমর্পণ অনুষ্ঠান। বঙ্গবন্ধুর কাছে অস্ত্র সমর্পণ করছেন একজন মুক্তিযোদ্ধা। ছবিটি তুলেছিলেন মোহাম্মদ আলম।
-
মিত্র বাহিনীর বিদায়: ১২ মার্চ, ১৯৭২ সাল। মিত্র বাহিনীর বিদায় অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সঙ্গে ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডার জগজিত সিং অরোরা। ঐতিহাসিক এই ছবিটি তুলেছিলেন ফটোগ্রাফার মোহাম্মদ আলম।
-
অপরাজেয় বাংলার উদ্বোধন: ১৯৭৮ সালে ডাকসুর উদ্যোগে নির্মিত অপরাজেয় বাংলা উদ্বোধনের ছবি এটি। উদ্বোধন করেন দুই যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। ছবিটি তুলেছিলেন ফটোগ্রাফার আজমল হক।