রোয়ানুর তীব্রতা বাড়ছে কক্সবাজারে
রোয়ানুর তীব্রতা বাড়ছে কক্সবাজারে-এই নিয়ে অ্যালবাম সাজানো হয়েছে।
-
কক্সবাজারে শনিবার (২১ মে) সকাল থেকে ঘূর্ণিঝড় রোয়ানুর তীব্রতা বাড়তে শুরু করেছে। ছবি : সায়ীদ আলমগীর।
-
ঘূর্ণিঝড়ের প্রভাবে কক্সবাজারে দমকা হাওয়া বইছে। এছাড়া সকালে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৩-৪ ফুট বেড়েছে বলে দাবি করছেন উপকূলের মানুষ। ছবি : সায়ীদ আলমগীর।
-
স্থানীয়রা জানান, শনিবার ভোর ৩টার দিকে দমকা বাতাস শুরু হলে প্রায় সব উপজেলার বিদ্যুত সংযোগ বিছিন্ন হয়ে যায়। ছবি : সায়ীদ আলমগীর।
-
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী একেএম নাজমুল হক জানান, কক্সবাজারে ৬ নম্বর বিপদ সংকেত বহাল রয়েছে। ৫ থেকে ৭৫ কিমি বেগে বইছে দমকা হাওয়া। ছবি : সায়ীদ আলমগীর।
-
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী একেএম নাজমুল হক জানান, কক্সবাজারে ৬ নম্বর বিপদ সংকেত বহাল রয়েছে। ৫ থেকে ৭৫ কিমি বেগে বইছে দমকা হাওয়া। ছবি : সায়ীদ আলমগীর।
-
জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে কক্সবাজারের উপকূলের নিম্নাঞ্চল। ছবি : সায়ীদ আলমগীর।
-
কক্সবাজার শহরের কুতুবদিয়াপাড়া, সমিতিপাড়া, নাজিরারটেক, কক্সবাজার সদরের উপকূলীয় চৌফলদন্ডী ও কুতুবদিয়ার প্রায় প্রতিটি ইউনিয়নে এবং টেকনাফের শাহপরীরদ্বীপ ও সেন্টমার্টিনদ্বীপের নিম্ন এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। ছবি : সায়ীদ আলমগীর।
-
কক্সবাজার অঞ্চলের জেলেরা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে। ছবি : সায়ীদ আলমগীর।