শীতালক্ষ্যার বেহাল দশা
শীতালক্ষ্যা নদীর বেহাল দশা নিয়ে এই অ্যালবাম।
-
দেশের অন্যতম শিল্প সমৃদ্ধ জেলা নারায়ণগঞ্জ শীতালক্ষ্যা নদীর তীরে অবস্থিত। এই নদীকে ঘিরে নারায়ণগঞ্জের ইতিহাস ঐতিহ্য জড়িয়ে আছে। কিন্তু দূষণে এ নদীর আজ বেহাল দশা। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
অনেক আগেই শীতালক্ষ্যার পানি অতিমাত্রায় দূষণের ফলে কালো হয়ে গেছে। ব্যবহার তো দূরের কথা এই পানি এখন আর ছুঁয়েও দেখা যায় না। শীতালক্ষ্যার তীরে সারি সারি নৌকা বাঁধা রয়েছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
যুগ যুগ ধরে শীতালক্ষ্যাকে ঘিরে অগণিত মানুষের জীবন প্রবাহ চলছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
প্রতিদিন হাজারো রকমের ময়লা-আবর্জনা ফেলে শীতালক্ষ্যাকে দূষিত করা হচ্ছে। নদীর কাছে এলেই পঁচা গন্ধে নিঃশ্বাস নেওয়া কষ্টকর। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
দূষণের হাত থেকে এই নদীকে রক্ষা করতে না পারলে আমাদের আগামী প্রজন্মের কাছে শীতালক্ষ্যার ঐতিহ্য রূপকথার গল্প হয়েই থাকবে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।