সোনালি আঁশের ক্ষেত
পাট ক্ষেতের দৃশ্য নিয়ে এই অ্যালবামের আয়োজন করা হয়েছে।
-
পাটকে সোনালি আঁশ বলা হয়। আর এই সোনালি আঁশের ক্ষেতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছেন কৃষকরা। শরীয়তপুর নড়িয়ার ঠাকুরকান্দি থেকে এ ছবি ক্যামেরাবন্দি করেছেন মো. ছগির হোসেন।
-
পাটের চারা গজানোর পর ক্ষেতের আগাছা দমন করছেন কৃষকরা। ছবি : মো. ছগির হোসেন।
-
দু’চোখ ভরা স্বপ্ন নিয়ে পাট চাষ করছেন চাষীরা। কারণ এই পাট বিক্রি করে তাদের ভাগ্য বদল করবেন। ছবি : মো. ছগির হোসেন। ছবি : মো. ছগির হোসেন।
-
সময়মত পাট চাষ করে এবং সঠিক সময়ে তা কেটে প্রক্রিয়াজাত করতে পারলে বাজারে ভালো দাম পাওয়া যায়। ছবি : মো. ছগির হোসেন।
-
শরীয়তপুরের অনেক কৃষকই পাট চাষ করে জীবিকা নির্বাহ করেন। ছবি : মো. ছগির হোসেন।