সোনালি ধানের হাসি
এবছর ইরি ধানের ভালো ফলনে কৃষকের মুখে হাসি দেখা যাচ্ছে।
-
মাঠে মাঠে সোনালি ধানের হাসি। এবছর ইরি ধানের ভালো ফলন হয়েছে। নরসিংদীর ভেলাবো থেকে পাকা ধানের দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন আলোকচিত্রী বিপ্লব দিক্ষিৎ।
-
ধানের ভালো ফলনে কৃষকের মনে অনেক আনন্দ। এখন পুরোদমে চলছে ধান কাটার কাজ। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
চলছে ধান মাড়াইয়ের কাজ। নরসিংদীর বিভিন্ন এলাকায় ধান কাটার জন্য কিশোরগঞ্জ, বি-বাড়িয়াসহ কয়েকটি জেলা থেকে শ্রমিকরা আসেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
ধান ক্ষেতের মালিকদের সঙ্গে চুক্তিতে এসব শ্রমিকরা ধান কেটে থাকে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
ধান মাড়াই শেষে খড়কুটো সংরক্ষণের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।