তিন তরুণের সবজি চাষ
নরসিংদী জেলার তিন তরুণের সবজি চাষের গল্প নিয়ে এই অ্যালবাম।
-
নরসিংদী জেলার নারায়ণপুরের তিন তরুণ সিদ্দিক, সিরাজ ও কামরুল সবজি চাষ করে স্বাবলম্বী হয়েছেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
নিজের ক্ষেতের শশা নিয়ে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন কামরুল। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
অনেক পরিশ্রম করে সিদ্দিকুর রহমান ক্ষেতে কাকরোলে চাষ করেছেন। সেই কাকরোল নিয়ে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে তিনি। তার দেখাদেখি গ্রামের অন্য তরুণরাও সবজি চাষে উদ্ধুদ্ধ হচ্ছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
ক্ষেতের আগাছা পরিস্কার করছেন সিদ্দিকুর রহমান। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
আপন মনে ক্ষেতের শশা দেখছেন কামরুল। নিজের ক্ষেতের ফসল দেখার মজাই আলাদা। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
ক্ষেতের পোকা-মাকড় দমন করছেন সিদ্দিক। সবজি চাষে এই তিন তরুণের ভাগ্য বদলে গেছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।