সাতলার বিলে শাপলা হাসে
জাতীয় ফুল শাপলা দেখলে মন ভরে যায়। সেই সঙ্গে দেশপ্রেমে বুকটা ভরে ওঠে। এবার দেখুন বিলের মাঝে শাপলা ফোটার ছবি।
-
বরিশালের উজিরপুরে সাতলা বিলের ফোটা শাপলার অনাবিল হাসি। ছবি : খায়রুল বাশার আশিক
-
পথের একপাশে সন্ধ্যা নদী অন্যপাশে অন্যপাশে লাল শাপলার সাতলা বিল। ছবি : খায়রুল বাশার আশিক
-
চারদিকে ঘন সবুজ মাঝে ফুলেছে রঙিন শাপলা। ছবি : খায়রুল বাশার আশিক
-
মনলোভা শাপলা। এমন সুন্দর শাপলা দেখলে সত্যিই চোখজুড়িয়ে যায়। ছবি : খায়রুল বাশার আশিক
-
যতদূর চোখ যায় লাল শাপলার মনোমুগ্ধকর দৃশ্য চোখ জুরিয়ে দেয়। ছবি : খায়রুল বাশার আশিক
-
বরিশাল সদর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে উজিরপুর উপজেলার সাতলা গ্রামে অবস্থিত এই শাপলা বিল যেন একটি প্রাকৃতিক সর্গ। ছবি : খায়রুল বাশার আশিক
-
এখানে লাল শাপলার পরিমাণ বেশি, পাশাপাশি দেখা যায় সাদা শাপলাও। ছবি : খায়রুল বাশার আশিক
-
প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি বাংলাদেশের এই রূপ বিমোহিত করে পর্যটকদের, তাই প্রতিনিয়ত বাড়ছে পর্যটকদের পদচারণা। ছবি : খায়রুল বাশার আশিক