মহররমের তাজিয়া মিছিল
প্রকাশিত: ০১:৫৩ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৮
আপডেট: ০১:৫৩ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৮
শুক্রবার সকাল সোয়া ১০টায় রাজধানীর পুরান ঢাকার হোসনি দালান থেকে বের হয় তাজিয়া মিছিল।
-
আশুরার শোক মিছিল। এ মিছিল আয়োজন করেছে হোসেনী দালান ইমামবাড়া ম্যানেজমেন্ট কমিটি। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
হোসনি দালান থেকে বের হওয়া মিছিলে অংশ নেন হাজারো মুসল্লি। মিছিল থেকে ‘হায় হোসেন, হায় হোসেন’ স্লোগানে মাতম করতে দেখা যায় যুবকদের। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
এ মিছিল থেকে মূলত কারবালার ঘটনার শোকাবহ দৃশ্যায়ন করা হয়। মিছিলে বুক চাপড়ে, মাতম করে শোক প্রকাশ করেন শিয়া ধর্মাবলম্বীরা। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
তাজিয়া মিছিলে যেন তিল ধারণের ঠাঁই নেই। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
শোকের দিনে কালো পোশাকে সবাই সেজেছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
দুপুর ১টার মধ্যে তাজিয়া মিছিল শেষ করার নির্দেশনা রয়েছে। মিছিলটি হোসনী দালান থেকে ধানমন্ডি লেকে স্থাপিত প্রতিকী কারবালায় গিয়ে শেষ হবে। ছবি : বিপ্লব দিক্ষিৎ