তিনদিনে চারটি বহুতল ভবন নদী গর্ভে
প্রকাশিত: ০১:১২ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৮
আপডেট: ০১:১২ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৮
শরীয়তপুরে নড়িয়ার নদী ভাঙ্গন অব্যাহত আছে। তবে গত এক সপ্তাহ আগের চেয়ে ভাঙ্গনের তীব্রতা কিছুটা কমেছে। বুধবার ও বৃহস্পতিবার নড়িয়ার কেদারপুর, উত্তর কেদারপুর, শুভগ্রাম, বাঁশতলা ও নড়িয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের পূর্ব নড়িয়া গ্রামে ভাঙন হয়েছে।
-
ভেঙে ভেঙে পদ্মার বুকে বিলীন হচ্ছে মানুষের কষ্টে গড়া দালান-কোঠা। এখনো থামছে না পদ্মার এই ভয়াল ভাঙন। ছবি : মো. ছগির হোসেন
-
যেন ভাঙনের অপেক্ষায় দাঁড়িয়ে আছে ভবনটি। ছবি : মো. ছগির হোসেন
-
নদী ভাঙন প্রতিরোধে নেয়া হচ্ছে ব্যবস্থা। শ্রমিকরা ভাঙন এলাকায় বালুর বস্তা ফেলছে। ছবি : মো. ছগির হোসেন
-
মানব বসতি বিলীন হয়ে যাচ্ছে পদ্মার বুকে। ছবি : মো. ছগির হোসেন
-
এভাবে নদী ভাঙনের ফলে নড়িয়ার অনেক মানুষ এখন নিঃস্ব। ছবি : মো. ছগির হোসেন