কুয়াকাটা সৈকতে যত্রতত্র গাছের গুড়ি
কুয়াকাটা সমুদ্র সৈকতে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে আছে গাছের গোড়ার অংশ। ফলে জোয়ারের সময় গোসল করতে নেমে এবং মটর সাইকেল নিয়ে ঘুরতে যাওয়ার সময় আহত হচ্ছেন পর্যটকরা। এগুলো অপসারণের উদ্যোগ নিচ্ছেন না বীচ ম্যানেজমেন্ট কমিটি।
-
কুয়াকাটা সমুদ্র সৈকতের জিরো পয়েন্টের পূর্ব পাশে এভাবে ছড়িয়ে ছিটিয়ে পরে আছে অসংখ্য গাছের গুড়ি। ছবি : কাজী সাঈদ
-
সাগরে জোয়ারের সময় আগত পর্যটকরা এখানেই গোসল করতে নামে। অথচ দীর্ঘদিন যাবত তালগাছের গুড়ি পড়ে আছে। কেউ অপসারণের উদ্যোগ নিচ্ছে না। ছবি : কাজী সাঈদ
-
সৈকতের জিরো পয়েন্টে কংক্রিট ফেলে বালুক্ষয় রোধের চেষ্টা চলছে। গোসল করার সময় এর ফাঁকে পা আটকে প্রতিনিয়ত আহত হচ্ছেন ভ্রমণ পিপাসু পর্যটকরা। ছবি : কাজী সাঈদ
-
এই তালগাছের গুড়িটি দীর্ঘদিন এখানে এভাবেই পড়ে আছে। পর্যটকদের দুর্ভোগের কারণ হলেও দেখার কেউ নেই। ছবি : কাজী সাঈদ
-
সমুদ্রের সাথে যুদ্ধ করে অবশেষে পরাজিত হলো বৃক্ষটি। ছবি : কাজী সাঈদ
-
গত পূর্ণিমার জো’তে তাল গাছটি উপড়ে সৈকতে পড়ে আছে। এখনও অপসারণ করা হয়নি। ছবি : কাজী সাঈদ
-
কুয়াকাটার ঐতিহ্য ফয়েজ মিয়ার নারিকেল বাগান এখন সমুদ্র সৈকত। তার বাগানের এই নারিকেল গাছের গোড়ার অংশ পর্যটকদের ভোগাচ্ছে। ছবি : কাজী সাঈদ
-
মূলের বালু মাটি হারিয়ে সমুদ্রের কাছে প্রাণ ভিক্ষার মিনতি করছে বৃক্ষগুলো। কয়েকদিন পরে এগুলোও ভ্রমণ পিপাসুদের ভোগাবে। ছবি : কাজী সাঈদ
-
এই তালগাছের গোড়ার অংশটি দীর্ঘদিন এখানে পড়ে আছে। প্রতিনিয়ত পর্যটকদের আহত করছে। অথচ বীচ ম্যানেজমেন্ট কমিটির চোখে পড়েনি এটি। ছবি : কাজী সাঈদ
-
এভাবেই যত্রতত্র গোটা সৈকত জুড়ে পরে রয়েছে গাছের গোড়ার অংশ। ছবিটি ঝাউবাগান সংলগ্ন সমুদ্রসৈকত থেকে তোলা। ছবি : কাজী সাঈদ