পদ্মার ভাঙন থামছে না!
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৮
আপডেট: ০৫:৫৯ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৮
কয়েক বছর ধরে পদ্মার ভাঙনে নড়িয়া উপজেলা শরীয়তপুরের মানচিত্র থেকে হারাতে বসেছে। এ বছর গত ৭ জুলাই থেকে নড়িয়া পৌরসভা এড়িয়া থেকে শুরু করে কেদারপুর ইউনিয়ন পর্যন্ত ভাঙতে থাকে।
-
চোখের বিলীন হয়ে যাচ্ছে চিরচেনা জনপথ। বসত ভিটা হারানো মানুষের বুক জুড়ে হাহাকার। ছবি : মো. ছগির হোসেন
-
নড়িয়া উপজেলার বিভিন্ন জায়গা ভাঙছে তো ভাঙছেই। ছবি : মো. ছগির হোসেন
-
পদ্মার ভাঙন দেখতে আসছে নানা জয়গা থেকে কৌতূহলী মানুষ। ছবি : মো. ছগির হোসেন
-
গত ১৯ আগস্ট শনিবার রাতে মুলফৎগঞ্জ বাজার সংলগ্ন হযরত খাজা মঈন উদ্দিন চিশতী (গাজী কালুর মেহমান খানা) নামে চারতলা বিলাসবহুল বাড়িটি পদ্মার গর্ভে চলে যায়। ছবি : মো. ছগির হোসেন
-
এই সব স্থাপনাও হয়তো পদ্মার বুকে হারিয়েছে যাবে। ছবি : মো. ছগির হোসেন