শরীয়তপুরে সাড়ে তিন হাজার ঘর-বাড়ি পদ্মার বুকে বিলীন
দেড় মাসে শরীয়তপুরের নড়িয়ায় সাড়ে তিন হাজার ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পদ্মার ভাঙনে বিলীন হয়েছে।
-
তাসের ঘরের মত পদ্মার ভাঙনে ভেঙ্গে পড়ছে একটি স্বপ্নের বাড়ি। ছবি : মো. ছগির হোসেন
-
এই বাড়িটির পেছনের অংশ পদ্মার বুকে বিলীন হয়েছে। কিছুক্ষণ পর দেখা যাবে এখানে পদ্মার উত্তাল ঢেউ। মানুষের ঘর-বাড়ি এখানে ছিল তা মনেই হবে না। ছবি : মো. ছগির হোসেন
-
নড়িয়া উপজেলার পদ্মা পাড়ের মানুষের ঘর-বাড়ি এভাবেই ভেঙে যাচ্ছে। ছবি : মো. ছগির হোসেন
-
পদ্মার পেটে চলে যাচ্ছে এই বাড়িটি। ছবি : মো. ছগির হোসেন
-
সুরম্য এই বাড়িটি পদ্মার বুকে বিলীন হওয়ার অপেক্ষায়। ছবি : মো. ছগির হোসেন
-
শরীয়তপুরের নড়িয়ায় গত দেড় মাসে কেদারপুর, মোক্তারের চর ইউনিয়ন ও নড়িয়া পৌরসভায় সাড়ে তিন হাজার ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পদ্মা নদীর ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে। ছবি : মো. ছগির হোসেন
-
কষ্টে গড়া ঘর-বাড়ি চোখের সামনে বিলীন হয়ে যাচ্ছে। উপস্থিত মানুষের কিছুই করার নেই। ছবি : মো. ছগির