কুয়াকাটার ক্ষুদ্র জেলেদের জীবন যুদ্ধ চলছেই
কুয়াকাটার উপকূলের ক্ষুদ্র জেলেদের জীবন যুদ্ধ চলছেই চলছে। চলতি মৌসুমের শেষের দিকে এসেও লাভের মুখ দেখতে পারেনি কোনো জেলে। একদিকে সংসারে অভাব অনটনের জ্বালা অন্যদিকে মাথায় ঋণের বোঝা নিয়ে দিশেহারা উপকূলের জেলেরা। তবুও প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে তারা।
-
কয়েকজন জেলে সমুদ্রে পাতা জাল দেখে তীরে এসে নিরাপদে নৌকা তুলছে। ছবি : কাজী সাঈদ
-
নিরাপদে নৌকা তোলার জন্য টায়ার দিয়ে বানানো চাক্কা। ছবি : কাজী সাঈদ
-
কূলে রাখা জেলেদের একটি নৌকা। সমুদ্র সৈকত থেকে শেষ বিকালে ছবিটি তোলা। ছবি : কাজী সাঈদ
-
আড়তে ইলিশ পাঠানোর কাজে ব্যস্ত কয়েকজন জেলে। ছবি : কাজী সাঈদ
-
সৈকত তীরে নৌকা রেখে জেলেরা নীড়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। ছবি : কাজী সাঈদ
-
জেলেরা সমুদ্র থেকে সৈকতের নিরাপদ স্থানে নৌকা নিচ্ছেন। ছবি : কাজী সাঈদ
-
সাগরে থেকে তীরে ফিরে এসছেন জেলেরা। এখন উপরে নৌকা তুলবেন। ছবি : কাজী সাঈদ
-
সমুদ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনটি নৌকার জেলেরা। ছবি : কাজী সাঈদ
-
সমুদ্র থেকে ফিরে এভাবেই সারিবদ্ধভাবে নৌকাগুলো রাখা হয়। ছবি : কাজী সাঈদ
-
একটি নৌকায় অল্প কয়টা ইলিশ পেয়েছেন, তা দেখাচ্ছেন জেলে বেল্লাল হোসেন। ছবি : কাজী সাঈদ