কুয়াকাটার পর্যটকদের বিনোদন কেন্দ্র ধ্বংসস্তূপে পরিণত
দেশের অন্যতম পর্যটন নগরী কুয়াকাটায় পর্যটকদের বিনোদন কেন্দ্র ‘কুয়াকাটা জাতীয় উদ্যান’ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে বড় বড় ঢেউ আচড়ে পড়ছে তীরে।
-
কুয়াকাটা জাতীয় উদ্যানের মূল গেট। ছবি : কাজী সাঈদ
-
জাতীয় উদ্যানের প্রধান আকর্ষণ ঝাউবাগানের কিছু অংশ। ছবি-কাজী সাঈদ
-
আগামী জো’তে সমুদ্রে বিলিন হওয়ায় আশঙ্কায় ঝাউবাগানের কিছু অংশ। ছবি : কাজী সাঈদ
-
সমুদ্র সৈকতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঝাউগাছের র্ধ্বংসস্তূপ। ছবি : কাজী সাঈদ
-
গত জো’তে ঢেউয়ের ঝাপটায় উপড়ে পরা অসংখ্য ঝাউগাছ। ছবি : কাজী সাঈদ
-
অযত্ন অবহেলায় সৈকতে পরে আছে শত শত ঝাউগাছ। ছবি : কাজী সাঈদ
-
ঢেউয়ের ঝাপটায় উপড়ে পরা অসংখ্য ঝাউগাছের ধ্বংসস্তূপ। ছবি : কাজী সাঈদ
-
ঝাউবাগানের পানি নিষ্কাশনের পথে বালু ক্ষয়ে উপড়ে পরছে অসংখ্য ঝাউগাছ। ছবি : কাজী সাঈদ
-
সমুদ্র সৈকতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঝাউগাছের র্ধ্বংসস্তূপ। ছবি : কাজী সাঈদ