কিশোরগঞ্জের সুলতানি ও মুঘল আমলের কুতুব শাহী মসজিদ
আমাদের দেশের নানাপ্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে আছে অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এসব নিদর্শন ইতিহাস-ঐতিহ্য বহন করে। তেমনি একটি নিদর্শন কুতুব শাহী মসজিদ।
-
কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় অবস্থিত কুতুব শাহী মসজিদ। ছবি : শাহরিয়ার কাসেম
-
কুতুব শাহী মসজিদের সামনে চিত্রগ্রাহক শাহরিয়ার কাসেম।
-
শিগগিরই এ মসজিদটির সংস্কার না হলে ধ্বংসস্তূপে পরিণত হবে প্রায় সাড়ে চারশ’ বছরের পুরনো এই মসজিদ। দেশের প্রত্নসম্পদের তালিকা থেকে হারিয়ে যাবে আরও একটি নিদর্শন। ছবি : শাহরিয়ার কাসেম
-
বাংলার স্থাপত্যের উৎকৃষ্ট নিদর্শন অষ্টগ্রামের পাঁচ গম্বুজ বিশিষ্ট কুতুব শাহী মসজিদ। ছবি : শাহরিয়ার কাসেম
-
মসজিদের পাশে কুতুব শাহীর মাজারকে ঘিরে স্থাপনা। ছবি : শাহরিয়ার কাসেম
-
মসজিদের গায়ে দৃষ্টিনন্দন কারুকাজ।
-
মসজিদের ভিতরের অংশ। কিশোরগঞ্জের এক কামেল দরবেশ কুতুব শাহের নামানুসারে মসজিদটির নামকরণ করা হয়েছে। ছবি : শাহরিয়ার কাসেম
-
মসজিদটি বাংলার সুলতানি ও মুঘল স্থাপত্য বৈশিষ্ট্যে নির্মিত। ছবি : শাহরিয়ার কাসেম