স্বপ্নের বাড়ি
পানিতে ভাসমান বাঁশ দিয়ে তৈরি হয়েছে এ বাড়ি। এর নাম ‘স্বপ্নের বাড়ি’ রেখেছে প্রত্যন্ত চর অঞ্চলের খেটে খাওয়া মানুষেরা। এটি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরভাগা ইউনিয়নে গেলে দেখা যাবে।
-
চরভাগা ইউনিয়নের মনাই হাওলাদার কান্দি গ্রামের পদ্মাপারে খুঁটি দিয়ে বাঁধা তিনটি বাড়ি তৈরি করেছেন। ছবি : মো. ছগির হোসেন
-
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (সিথ্রিআর) একটি প্রকল্পের অংশ হিসেবে এই তিনটি বাড়ি নির্মাণ করা হয়েছে। ছবি : মো. ছগির হোসেন
-
শরীয়তপুর জেলাসহ অন্যান্য জেলা থেকে ট্রলার, নৌকা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন দিয়ে বাড়ি তিনটি দেখতে আসে। ছবি : মো. ছগির হোসেন
-
প্রতিদিন বিকেলে পদ্মাপাড়ে এই বাড়ির সামনে মানুষের মিলন মেলায় পরিণত হয়। সেখানে চটপটি, ফুসকা, ঝালমুড়ি, আচার, কয়েকটি মুদি দোকানও বসে। ছবি : মো. ছগির হোসেন