একজন নিঃসঙ্গ মায়ের গল্প
আজ বিশ্ব মা দিবসে একজন নিঃসঙ্গ মায়ের কথা নিয়ে এই অ্যালবাম।
-
এক সময়ের কর্মচঞ্চল মিরা চৌধুরীর আজ প্রবীণ নিবাস কেন্দ্রে নিঃসঙ্গ জীবন যাপন করছেন। রাজধানীর আগারগাঁওয়ের প্রবীণ নিবাস থেকে ছবি তুলেছেন আলোকচিত্রী বিপ্লব দিক্ষিৎ।
-
এক পুত্র সন্তানের জননী মিরা চৌধুরী ১৯৮৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
বিশ্ববিদ্যালয় জীবনের পাঠ চুকিয়ে মিরা চৌধুরী খুলনা কলেজিয়েট স্কুলের শিক্ষিকা হিসেবে কর্মজীবন শুরু করেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
এরপর বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিশ্ববিদ্যালয় জীবনের সবচেয়ে কাছের প্রিয়বন্ধু জোসেফ চৌধুরীর সঙ্গে। স্বামী ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও) এর ডিরেক্টর পদে দায়িত্ব পালন করেন দীর্ঘদিন। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
জীবন সংসারের আলো যখন উদ্ভাসিত, ঠিক তখনই ছন্দপতন। স্বামীর মৃত্যুই জীবনযুদ্ধে পরাজিত সৈনিকের রূপ দেয় মিরাকে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
তার একমাত্র ছেলে অপূর্ব হাসান চৌধুরী যুক্তরাষ্ট্রে একটি ব্যাংকে চাকরি করছেন। আর মিরা চৌধুরী আজ ঠাঁই নিয়েছেন প্রবীণ নিবাস কেন্দ্রে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।