পিরোজপুরে জমে উঠেছে কোরবানির পশুর হাট
কুরবানির ঈদকে সামনে রেখে পিরোজপুরের ৭ উপজেলার ৫১টি ইউনিয়ন চারটি পৌরসভার মধ্যে প্রায় ৪২টি স্থানে বসে গরুর হাট। উপকূলীয় দক্ষিণাঞ্চলের মধ্যে সর্ববৃহৎ হাট জেলার পোনা নদী পশ্চিম পাড়ে।
-
ভান্ডারিয়া উপজেলার নদমুল্লা ইউনিয়নের দক্ষিণ শিয়ালকাঠীর লিয়াকত মার্কেট হতে ধাওয়া ইউনিয়নের ফুলতলা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার জুড়ে রাস্তার দুই পাশে বিক্রেতারা কোরবানির গরু নিয়ে বসেছে। ছবি : হাসান মামুন
-
হাটে ক্রেতা-বিক্রেতাদের ভিড়। ছবি : হাসান মামুন
-
এই পশুর হাটে স্থানীয় খামারী এবং যশোর, ঝিনাইদাহ, মানিকগঞ্জ, সাতক্ষিরাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা গরু নিয়ে এসেছে বিক্রির জন্য। ছবি : হাসান মামুন
-
ভান্ডারিয়া উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী কাউখালী, ইন্দুরকানী, রাজাপুর, কাঁঠালিয়া, মঠবাড়িয়া, পাথরঘাটা এমন কি ঝালকাঠীর বিভিন্ন উপজেলার ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে এই পশুর হাটে। ছবি : হাসান মামুন
-
এ হাটে ভারতীয় কোনো গরু নেই। দেশি গরু দিয়েই এ বছর ক্রেতাদের চাহিদা পূরণ করা যাবে। ছবি : হাসান মামুন
-
কোরবানির পশুর দাম গতবছরের তুলনায় একটু বেশি বলে জানান বিভিন্ন স্থান থেকে আগত ক্রেতারা। ছবি : হাসান মামুন
-
এ হাটে ছোট, বড় ও মাঝারি আকার ভেদে প্রতিটি গরুর মূল্য সর্বনিম্ন ২৭ হাজার থেকে ৭৫ হাজার এবং উপরে ৩ লাখ টাকার গরু রয়েছে। ছবি : হাসান মামুন
-
নির্বিঘ্ন পরিবেশে ক্রেতারা এ হাটে পশু কেনাকাটা করতে পারছেন। ছবি : হাসান মামুন