রাজধানীতে গণপরিবহন সঙ্কট চরমে
আজ সকাল থেকেই রাজধানীর রাস্তায় গণপরিবহন পাওয়া যাচ্ছে না। সাধারণ মানুষ গন্তব্যে পৌঁছতে ভোগান্তির শিকার হচ্ছেন।
-
রাজধানীর মিরপুরের ১০ নম্বর এলাকায় বিভিন্ন স্থানে যাওয়ার জন্য লোকজন এসেছে। কিন্তু গণপরিবহনের সঙ্কটে তারা গন্তব্যে যেতে পারছেন না। ছবি : আবু সালেহ সায়াদাত
-
রাস্তা বলতে গেলে একদম ফাঁকা। শুধু রিকশা ও সিএনজি চলাচল করছে। ছবি : আবু সালেহ সায়াদাত
-
অধিকাংশ মানুষ পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন। ছবি : আবু সালেহ সায়াদাত
-
গণপরিবহন না পেয়ে রাস্তায় বেরিয়ে মানুষ বিপাকে পড়েছে। ছবি : আবু সালেহ সায়াদাত
-
রিকশার দখলে রাস্তা। বাস না চলায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া নিচ্ছে রিকশা ও সিএনজি চালকরা। ছবি : আবু সালেহ সায়াদাত
-
যানবাহন শূন্য রাজধানীর রাস্তা। ছবি : আবু সালেহ সায়াদাত
-
শুক্রবার ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন এলাকার শত শত সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছেন। ছবি : আবু সালেহ সায়াদাত
-
গাড়ির অপেক্ষায় অসংখ্য মানুষ। ছবি : আবু সালেহ সায়াদাত