বৃষ্টি ও জলাবদ্ধতায় পিরোজপুরে আমন ধানখেতের ব্যাপক ক্ষতি
পিরোজপুরে বৃষ্টিপাত ও জলাবদ্ধতা কারণে আমন ধানখেতের ব্যাপক ক্ষতি হয়েছে। এবারের রয়েছে ক্ষতিগ্রস্থ ধানখেতের ছবি।
-
৪ দিনের টানা বৃষ্টিপাত এবং জলাবদ্ধতা কারণে আমন ধান এবং সবজি ক্ষেত এর ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে হতাশায় ডুবছেন কৃষকরা। ছবি : হাসান মামুন
-
বৃষ্টিতে পানি বৃদ্ধি হওয়ায় ভেরিবাধ ও খালের সুইচগেট না থাকায় জোয়ারের পানিতে আমন ধানের খেত তলিয়ে গেছে। বৃষ্টিপাতে অনেক কৃষকের আমন ধান ও সবজি খেত নিয়ে বিপাকে কৃষকরা। ছবি : হাসান মামুন
-
সরেজমিনে দেখা গেছে, ইতিমধ্যে রোপিত বীজ তলার পঁচাত্তর ভাগ নষ্ট হয়ে গেছে। কলাখালি, শংকরপাশা, জুজখোলা, পোরগোলা, শারিকতলা ও দূগার্পুরসহ বিভিন্ন এলাকার আমনের বীজ তলা ও সবজি বাগান মাঠে শুয়ে পড়েছে। ছবি : হাসান মামুন
-
কোথাও কোথাও আমন ধানের গাছ ও সবজি বাগান পানিতে তলিয়ে গেছে। ধানখেতের চাড়াগুলো এলোমেলো অবস্থায় মাঠে শুয়ে গেছে। আমন ধানের ভবিষ্যত নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। ছবি : হাসান মামুন
-
কৃষকদের আশঙ্কা এভাবে বৃষ্টিপাত আর ২-৩ দিন অব্যাহত থাকলে তাদের রোপিত বীজ তলা সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে যাবে। ছবি : হাসান মামুন
-
কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, আমন চাষাবাদ মৌসুমে জেলার সাত উপজেলার ৫১ টি ইউনিয়ন এবং ৪ টি পৌর এলাকায় মোট ৬১ হাজার ৬ শত ৫৯ হেক্টরে আবাদের লক্ষ্য মাত্র নির্ধারণ করা হয়েছে। যা ১ লাখ ৪ হাজার ৯৩৯ মেট্রিক টন চাল লক্ষ্যমাত্র ধরা হয়েছে। ছবি : হাসান মামুন