পিরোজপুরের পেয়ারার হাট
পিরোজপুর জেলার অধিকাংশ এলাকাই নদীবেষ্টিত। এই নদীই জেলার নেছারবাদ (স্বরূপকাঠী) উপজেলাকে বিভিন্ন দিক থেকে পরিচিত করেছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে ঐতিহ্যবাহী পেয়ারা চাষ। এখানে খালে বসে পেয়ারার হাট।
-
নৌকায় পেয়ারা বিক্রি করতে এসেছেন এক পেয়ারা চাষি। ছবি : হাসান মামুন
-
স্বরূকাঠির ভিমরুলী খালের পাড়ের একটি পেয়ারার হাট। ছবি : হাসান মামুন
-
খালের পাড়ের একটি পেয়ারা বাগান। ছবি : হাসান মামুন
-
পিরোজপুরের অনেকেই পেয়ারা চাষ করে জীবীকা নির্বাহ করেন। ছবি : হাসান মামুন
-
গাছে ধরেছে পেয়ারা। এ বছরও পেয়ারা ফলন হয়েছে। ছবি : হাসান মামুন
-
বাংলার আপেল খ্যাত পিরোজপুরের কুড়িয়ানার পেয়ারা দেশের বিভিন্ন স্থানে সরবারাহ করা। ছবি : হাসান মামুন
-
গাছে ঝুলছে পেয়ারা। এ দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যায়। ছবি : হাসান মামুন
-
পাইকারী ক্রেতারা পেয়ারা কিনে জমা করছেন। এগুলো তারা দেশের বিভিন্ন স্থানে পাঠানো হবে। ছবি : হাসান