চোখজুড়ানো খালিয়াজুরী হাওর
প্রকাশিত: ০৩:১০ পিএম, ২৩ জুলাই ২০১৮
আপডেট: ০৫:৪৩ পিএম, ২৩ জুলাই ২০১৮
নেত্রকোনা জেলার অপরূপ সৌন্দর্যের লীলাভূমি খালিয়াজুরী হাওর। অবসরে যে কেউ ঘুরে আসতে পারেন এ হাওর।
-
প্রাকৃতিক দৃশ্যের মনোরম আয়োজনে সাজানো খালিয়াজুরী হাওর। এর সৌন্দর্যে মুগ্ধ হন প্রকৃতিপ্রেমীরা। ছবি : মাহবুব আলম
-
খালিয়াজুরীতে সূর্য ডুবে যাওয়ার অপরূপ দৃশ্য। অবসাদগ্রস্ত মনকে এই দৃশ্য মুহূর্তেই ভালো করে দেবে। ছবি : মাহবুব আলম
-
আকাশ আর খালিয়াজুরী হাওর একই রঙে সেজেছে। ছবি : মাহবুব আলম
-
হাওর অঞ্চল বলে বছরের প্রায় সাত থেকে আট মাস খালিয়াজুরী থাকে পানিবন্দী। শীতে হাওরের পানি নেমে গিয়ে জেগে ওঠে সবুজ ভূমি। আদিগন্ত বিস্তৃত সবুজের যেন কোন সীমা নেই। ছবি : মাহবুব আলম
-
শেষ বিকেলের আলোয় হাওরের বুক চিড়ে ছুটে চলছে নৌকা। ছবি : মাহবুব আলম
-
হাওরের বুকে দিনের শেষের আলো আঁধারিতে দাঁড়িয়ে আছে। চোখজুড়ানো মায়াময় দৃশ্য। ছবি : মাহবুব আলম