রাজধানীতে মৌসুমী ফলের সমাহার
এখন রাজধানীর বাজারে পাওয়া যাচ্ছে বিভিন্ন মৌসুমী ফল। এবারের আয়োজন মৌসুমী ফল নিয়ে।
-
রসালো ফল জাম। কবিতায় কবি এই ফল নিয়ে লিখেছেন, ‘পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ’। ছবি : মাহবুব আলম
-
গ্রামের বনে-জঙ্গলে অনাদরে অবহেলায় প্রচুর ফলন হয় গাবের। রাজধানীতে এই গাবের বেশ কদর রয়েছে। ছবি : মাহবুব আলম
-
ফলের রাজা আম। শুধু রাজধানীতে নয় এক দেশের সর্বত্র এখন আম পাওয়া যাচ্ছে। ছবি : মাহবুব আলম
-
রাজধানীর বিভিন্ন স্থানে পাওয়া যাচ্ছে তালের শাস। এতে বেশ পুষ্টিগুণ রয়েছে। ছবি : মাহবুব আলম
-
সুগন্ধময় রসালো ফল কাঁঠাল। দেশের প্রায় সব জেলাতেই এই ফল পাওয়া যায়। ছবি : মাহবুব আলম
-
সাদা রঙের সুদৃশ্য জামরুল সবার নজর কাড়ে। রসে ভরা এই ফল খেতেও সুস্বাদু। ছবি : মাহবুব আলম
-
টক-মিষ্টি স্বাদের এই ফলের নাম লটকন। নরসিংদী জেলায় এই ফল বেশি জন্মে। ছবি : মাহবুব আলম
-
এই সময়ে বাজারে কামরাঙা প্রচুর পাওয়া যায়। ছবি : মাহবুব আলম
-
স্বাদে মিষ্টি আনারসের রয়েছে অনেক কদর। ছবি : মাহবুব আলম