স্মৃতিময় স্বাধীনতা জাদুঘর
স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানতে স্বাধীনতা জাদুঘর ঘুরে আসুন।
-
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত স্বাধীনতা জাদুঘর মুক্তিযুদ্ধের অগ্নিঝরা দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
স্বাধীনতা স্তম্ভ ও স্বাধীনতা জাদুঘর আমাদের নতুন প্রজন্মকে ইতিহাস জানতে ও দেশপ্রেমে উদ্ধুদ্ধ করে তুলছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র দেখছেন দর্শনার্থীরা। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় জাদুঘরের তত্ত্বাবধানে স্বাধীনতা জাদুঘর পরিচালিত হচ্ছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
স্বাধীনতা জাদুঘরটি প্রতি শনিবার সকাল সাড়ে নয়টা থেকে বুধবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত এবং শুক্রবার বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
এ জাদুঘরে সর্বসাধারণের জন্য প্রবেশমূল্য মাথাপিছু ১০ টাকা এবং ১২ বছরের কম বয়সী শিশু-কিশোরদের জন্য প্রবেশমূল্য ২ টাকা। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
স্বাধীনতা জাদুঘরের সাপ্তাহিক ছুটি বৃহস্পতিবার। এ ছাড়া সরকারি ছুটির দিনে জাদুঘরটি বন্ধ থাকছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
স্বাধীনতা জাদুঘরের অন্যতম বৈশিষ্ট্য এর দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী। পাতালে অবস্থিত জাদুঘরটির পুরো জায়গা জুড়েই স্থানে স্থানে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন সময়ের ছবি। ছবি : বিপ্লব দিক্ষিৎ।