বৃদ্ধাশ্রমের দিনগুলো
আমাদের আধুনিক জীবন-যাত্রার সঙ্গে যুক্ত হয়েছে ‘বৃদ্ধাশ্রম’ নামক একটি শব্দ। সারাজীবন সংসারের জন্য নিজেকে উৎসর্গ করে শেষ জীবনের দিনগুলো অনেকেই এই বৃদ্ধাশ্রমে কাটান। এ যেন ভাগ্যের নির্মম পরিহাস।
-
রাজধানীর আগারগাঁওয়ের প্রবীণ নিবাসে বসে ছবি এঁকেই দিন কাটে মজিবুল হকের। ফ্যাকাসে জীবনের হাজারও গল্প রঙিন করে তোলেন তুলির আঁচড়ে আঁচড়ে। মন চাইলে মধ্য রাতেও রংতুলি আর আর্ট পেপার নিয়ে বসে যান আশ্রমের নির্জন কক্ষে। ছবির ক্যানভাসে কখন ভোরের আভা ফুটে ওঠে, তা নিজেও টের পান না। ছবি : মাহবুব আলম
-
নিঃসঙ্গ সময় কাটাচ্ছেন এক বৃদ্ধ। জীবনের শেষ সময়গুলো এভাবে কাটাতে হবে তা তিনি কখনই ভাবেননি হয়তো। ছবি : মাহবুব আলম
-
জীবনের শ্রেষ্ঠ সময়গুলো পরিবারে সন্তানদের সঙ্গে কাটিয়েছেন, অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে তাদের বড় করে তুলেছেন এই বৃদ্ধা। এখন তার সময় কাটছে এক একা। ছবি : মাহবুব আলম
-
এই মমতাময়ী মুখগুলো দেখলে হৃদয় কেঁদে ওঠে। আপনজন ছাড়াই তাদের দিনগুলো কেটে যাচ্ছে বৃদ্ধাশ্রমে। ছবি : মাহবুব আলম
-
বৃদ্ধাশ্রমের মানুষেরাই এখন একে অপরের আপনজন। ফেলে আসা দিনগুলোর নানান গল্প করে তাদের সময় চলে যায়। ছবি : মাহবুব আলম