সুন্দরবন টেক্সটাইল মিলের ১৫শ শ্রমিকের দুরাবস্থা
সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিলের ১৫শ শ্রমিকের দুরাবস্থা নিয়ে এই অ্যালবাম।
-
এক সময় উৎপাদনে সাড়া জাগানো সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিলটি এখন চলছে নামে মাত্র। ছবি : আকরামুল ইসলাম।
-
অনেক শ্রমিক মিলের কাজ ছেড়ে দিয়ে অন্য পেশায় যুক্ত হয়েছেন। এক সময়ের শ্রমিক শাহিদা বেগম মিলের পাশেই চায়ের দোকান দিচ্ছেন। ছবি : আকরামুল ইসলাম।
-
বর্তমানে ১৮শ শ্রমিকের মধ্যে ৩০০ শ্রমিক দৈনিক ৮ ঘণ্টা শ্রমের বিনিময়ে ১৬০ টাকা মজুরী পান। যে মজুরী বর্তমান সময়ে নিতান্তই কম। ফলে মিলের শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। ছবি : আকরামুল ইসলাম।
-
মিলটিতে বর্তমানে মাত্র ৩০০ শ্রমিক রয়েছে। তবে তাদের মধ্যে থেকে উপস্থিত থাকেন ১৫০-২০০ জন শ্রমিক। বাকি ১৫শ শ্রমিকের খবর কেউ রাখে না। ছবি : আকরামুল ইসলাম।
-
সুন্দরবন টেক্সটাইল মিলের সহকারী ব্যবস্থাপক (কারিগরি) খলিলুর রহমান জাগো নিউজকে বলেন, পূর্বে সরকারিভাবে মজুরী কমিশনের মাধ্যমে মিলটি চললেও এখন বিটিএমসির মাধ্যমে সার্ভিস চার্জ ভিত্তিক চলছে। ছবি : আকরামুল ইসলাম।
-
শুরুতে সুন্দরবন টেক্সটাইল মিলটি সরকারিভাবে মজুরী কমিশনের মাধ্যমে চলতো সেটি এখন পরিচালনা করছে বিটিএমসি। ছবি : আকরামুল ইসলাম।