কৃষ্ণচূড়া ও জারুলে সেজেছে ইবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কৃষ্ণচূড়া ও জারুলের ছবি নিয়ে এবারের আয়োজন।
-
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ফুটন্ত কৃষ্ণচূড়ার গাছটি ক্যাম্পাসের শোভা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। ছবি : সোহাগ
-
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকটিকে যেন ঢেকে রেখেছে গ্রীষ্মের সবথেকে চকটদার আগুনরাঙা কৃষ্ণচূড়া। ছবি : সোহাগ
-
এ গাছটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। প্রধান ফটকের সামনের মহাসড়ক দিয়ে চলাচলকারী পথিককে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অপরূপ সৌন্দর্যে যেন আমন্ত্রণ জানাতে ফুটেছে খৃষ্ণচূড়া। ছবি : সোহাগ
-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনের পুকুর পাড়ে ফুটেছে কৃষ্ণচূড়া। ছবি : সোহাগ
-
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনায়তন গেটে ফুটেছে অপরূপ সৌন্দর্যের কৃষ্ণচূড়া। এ ভবনটির শোভা বাড়িয়ে সকলকে যেন আমন্ত্রণ জানাচ্ছে ক্যাম্পাস ভিত্তিক সবথেকে বড় এবং সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত মিলনাতয়নে। ছবি : সোহাগ
-
সাদ্দাম হোসেন হলের সামনে ফুটে থাকা ফুল থেকে মধু আহরণে ব্যস্ত মৌমাছি। ছবি : সাহাগ
-
জারুলের বেগুনি আভায় সেজেছে ইসলামী বিশ্ববিদ্যালয়। ছবি : সোহাগ
-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পাশেই ফুটেছে দৃষ্টিনন্দন এবং মনোহরী জারুল। ছবি : সোহাগ
-
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনাতয়নের পাশেই ফুটেছে হলুদ কৃষ্ণচূড়া। ছবি: সোহাগ