পেঁপে চাষ করে স্বাবলম্বী নাছির
পিরোজপুরের প্রত্যন্ত অঞ্চলে চার একরের অধিক জমিতে পেঁপে আবাদ করে স্বাবলম্বী হয়ে ওঠার এক অনুকরণীয় দৃষ্টান্ত নিয়ে এবারের অ্যালবাম।
-
পিরোজপুরের বলেশ্বর নদের তীরে প্রত্যন্ত পোরগোলা গ্রামের এক ভূমিহীন কৃষক অন্যের বর্গা জমিতে পেঁপে আবাদ করে স্বাবলম্বী হয়ে ওঠায় এ কৃষক এখন নিজ উপজেলায় একজন সফল ও অনুকরণীয় দৃষ্টান্তে পরিণত হয়েছেন। ছবি : হাসান মামুন
-
পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের পোরগোলা গ্রামের অবস্থান। ওই গ্রামের বাসিন্দা ভূমিহীন কৃষক নাছির হাওলাদার ওরফে হোসেন। ছবি : হাসান মামুন
-
নিজের গাছের পেঁপে দেখাচ্ছেন নাছির হাওলাদার। ছবি : হাসান মামুন
-
প্রতিটি গাছে পেঁপে ধরেছে। ছবি : হাসান মামুন
-
২০০৯ সালে প্রতিবেশী এক জমির মালিকের কাছ থেকে ভূমিহীন কৃষক হোসেন ১০ বিঘা জমি বর্গা হিসেবে লীজ নেন। ওই জমির মধ্যে অন্তত চার বিঘা জমিতেই তিনি চাষ করেন পেঁপের। ছবি : হাসান মামুন
-
মাত্র দেড় বছরের মধ্যে তার বাগানে পেঁপে ধরতে শুরু করে। বর্তমানেও তার বাগানে পেঁপের ফুল ও ফল আসতে শুরু করেছে। ছবি : হাসান মামুন
-
লোকজন নিয়ে পেঁপে বাগানের পরিচর্যা করছেন বাগানের মালিক। ছবি : হাসান মামুন
-
এদিকে গাছের পেঁপে নাছির বিক্রিও শুরু করেছেন। এভাবেই সারা বছর চলতে থাকে হোসেনের ফলজ বাগানের কর্মযজ্ঞ। ছবি : হাসান মামুন
-
মাত্র কয়েক বছরের মধ্যেই হোসেনের বাগানের প্রাচুর্যতা দেখে গ্রামের শিক্ষিত বেকার যুবক ও কৃষকরা এগিয়ে আসতে শুরু করেছেন এ চাষে উদ্বুদ্ধ হয়ে। ছবি : হাসান মামুন
-
বিস্তীর্ণ পেঁপে বাগান। গ্রামের অনেকেই এখন পেঁপে বাগান করতে উদ্ধুদ্ধ হচ্ছেন। ছবি : হাসান মামুন