বৈশাখে আষাঢ়ের আবাহন
প্রকাশিত: ০৩:২১ পিএম, ২৯ এপ্রিল ২০১৮
আপডেট: ০৩:২১ পিএম, ২৯ এপ্রিল ২০১৮
সকাল থেকে মুখ ভার করেছিল আকাশ বুকে নিয়ে ঘন কালো মেঘ। দেখে মনে হচ্ছিল বৈশাখে বুঝি আষাঢ় নেমে এসেছে।
-
মেঘ দেখে কবিগুরু রবীন্দ্রনাথের আষাঢ়ের কবিতার কথা মনে পড়ে গেলো-‘নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে।’ ছবি : আবু সালেহ সায়াদাত
-
ঘন কালো মেঘের সঙ্গে সবুজ পাতার গাছের মিতালি। ছবি : আবু সালেহ সায়াদাত
-
হাতিরঝিলের জলে বুঝি মিলেছে কালো মেঘ। ছবি : আবু সালেহ সায়াদাত
-
মেঘলা আকাশ দেখতে সত্যি সুন্দর লাগছে। প্রকৃতিপ্রেমীরা এই সময়ের দৃশ্য তাদের ক্যামেরা বন্দি করে রাখতে ভুল করেন না। ছবি : আবু সালেহ সায়াদাত
-
শহরের উঁচু উঁচু প্রাসাদসম দালানের চূড়া কালো মেঘকে বুঝি হাত বাড়িয়ে ঢাকছে। ছবি : আবু সালেহ সায়াদাত
-
এমন মেঘলা দিনে মনকে ঘরে আটকে রাখা দায়। ছবি : আবু সালেহ সায়াদাত
-
কিছুক্ষণ পরে এই ঘন কালো মেঘ বৃষ্টির আয়োজন করবে। ছবি : আবু সালেহ সায়াদাত