যেমন আছেন রানা প্লাজা দুর্ঘটনার রেশমা
রাজধানীর অদূরে সাভারের রানা প্লাজার ধ্বংসলীলার জীবন্ত সাক্ষী রেশমা বেগম। ভবন ধসের ১৭ দিন পর বিশাল ধ্বংসস্তূপ থেকে তাকে জীবিত উদ্ধার করে সেনাবাহিনী। রেশমার উদ্ধারের ঘটনা ছিল মানব ইতিহাসের একটি বিস্ময়।
-
এখন স্বামী, সন্তান ও সংসার নিয়ে ভালোই আছেন রেশমা। ছবি : মাহবুব আলম
-
ষষ্ঠ শ্রেণি পর্যন্ত লেখাপড়া করা রেশমার বাবার কথা তেমন মনে নেই। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে সবার ছোট তিনি। বড় ভাই ও মা দিনাজপুর থাকেন। বাকি সবাই এখন ঢাকাবাসী। ছবি : মাহবুব আলম
-
রানা প্লাজার সেদিনে ধ্বংসলীলার কথা মনে করে আজও আঁতকে ওঠেন রেশমা। ছবি : মাহবুব আলম
-
রেশমার স্বামী মোবাইলের দোকান দিয়েছেন গেল বছর। দুই বছরের কন্যা রেবা আর স্বামী রাব্বিকে নিয়ে এখন বেশ ভালো আছেন রেশমা। ছবি : মাহবুব আলম
-
মেয়ে মাকে আদর করছে। মেয়েকে নিয়ে যেন এখন তার সুখের পৃথিবী। ছবি : মাহবুব আলম
-
রেশমা ভুলে যেতে চান তার সেই দুঃসহ দিনগুলোর কথা। ছবি : মাহবুব আলম